টঙ্গীতে ৬ মামলার আসামি টিকটক সজল গ্রেফতার, অস্ত্র উদ্ধার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী হত্যাসহ ৬ মামলার আসামি টিকটক সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।২৪ জানুয়ারি শুক্রবার অস্ত্র মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে স্থানীয় তিস্তার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার সজল মিয়া ওরফে টিকটক সজল টঙ্গীর তিস্তারগেট এলাকার মৃত আশরাফ আলির ছেলে।পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গী এলাকায় সংগঠিত বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে টিকটক সজলকে শনাক্ত করা হয়। পরে তিস্তারগেট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতা টিকটক সজলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া অস্ত্রগুলো ছিনতাইয়ের কাজে ব্যবহার হতো এবং অস্ত্র প্রদর্শন করে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভীতি তৈরি করে আসছিল সজল। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাই ও ডাকাতিসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার দুপুরে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।