• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৩:২৫ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৩:২৫ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

সরাইলে অবৈধভাবে টিসিবির তেল রাখায় ব্যবসায়ীকে কারাদণ্ড

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সরাইলে অবৈধভাবে টিসিবির তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।২৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার চুন্ট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসোইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে অবৈধভাবে টিসিবি পণ্য (সয়াবিন তেল) বিক্রি করার সময় দোকানদার কে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি করে দোকানে ৩৭টি সয়াবিন তেলের বোতল পাওয়া যায়।অভিযোগ সূত্রে জানা যায়, টিসিবি নিজেরা ছাড়াও ওয়ার্ড মেম্বার, ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে পণ্য বিক্রি করে। এসব পণ্যের কিছু অংশ গরিব মানুষদের কাছে বিক্রি করা হলেও বড় অংশই এভাবে কালোবাজারির মাধ্যমে খোলাবাজারে চলে যাচ্ছে বলে স্থানীয়রা। তবে এমন অভিযান পরিচালনা করায় এলাকার সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন সরাইল উপজেলা ইউএনও মো. মোশারফ হোসাইন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, গরিব মানুষের জন্য সরকারের বরাদ্দ দেওয়া কম দামের এসব তেল অবৈধ প্রক্রিয়ায় সংগ্রহ করে মজুদ করা হত ওই দোকানে। এরপর চড়া দামে বিক্রি করতো এ দোকানি। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা বাজারের মেসার্স জয়দুর্গা ভান্ডার নামক দোকানে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, সংশ্লিষ্ট টিসিবি ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।