• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ১২:০৫:৩৯ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ১২:০৫:৩৯ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

সরকারি চালের বস্তায় পরিমাণে কম ও রয়ে গেছে শেখ হাসিনার নাম

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্রতিটি বস্তায় নেট ওজন থাকার কথা ত্রিশ কেজিঅ অথচ পরিমাপ করে দেখা গেলো ভিন্ন চিত্র। তিন থেকে চার কেজি চাল কম রয়েছে প্রতিটি বস্তায়।৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে সরেজমিনে এমন চিত্রের দেখা মিলেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়ন পরিষদে।এশিয়ান টিভি অনলাইনের এ প্রতিবেদকের সাথে কথা হয় টিসিবির ডিলার মাঈদুল হক টিটুর। তিনি জানান, তিন মাস ধরে চাল বিক্রি করে তার লোকসান হচ্ছে। কী কারণে তার লোকসান হচ্ছিলো তা তিনি জানতেন না। অবশেষে চালের বস্তায় চাল কম থাকার সন্দেহ হওয়ায় পরিমাপ করে দেখেন প্রতিটি বস্তায় তিন থেকে চার কেজি করে চাল কম রয়েছে। এ প্রতিবেদকের সামনেই রেন্ডমলি পরপর তিনটি বস্তা ডিজিটাল পাল্লায় পরিমাপ করে চাল কম থাকার তথ্যটি নিশ্চিত করেন তিনি।তার দাবি, গ্রাহককে পাঁচ কেজি করে চাল পরিমাপ করে দিতে হয়। এভাবে প্রতিটি বস্তায় চাল কম থাকলে লাভের মুখ দেখা তো দূরের কথা মূলধনই তুলতে পারবেন না। তিনি অভিযোগ করেন, চাল সর্বরাহকারী মিলগুলো এমন অনিয়মের সাথে জড়িত থাকতে পারে।এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের নামে টিসিবি পণ্য হিসেবে বিতরণকৃত প্রতিটি চালের বস্তায় এখনো লেখা রয়েছে 'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ'। এটি নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।শেখ হাসিনা সরকারে নেই, ক্ষমতাচ্যুৎ হয়ে দেশ থেকে পালিয়েছেন। অথচ খাদ্য মন্ত্রণালয়ের চালের বস্তায় এখনো কেন শেখ হাসিনার নাম লেখা রয়েছে, এ নিয়ে দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।