জয়ের খুব কাছে এসে হারল বাঘিনীরা
স্পোর্টস ডেস্ক: পুঁজিটা খুব বেশি ছিল না। তবে তা নিয়েই অস্ট্রেলিয়ার টুঁটি চেপে ধরেছিল বাংলাদেশের বাঘিনীরা। আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষমেশ অজিদের হারাতে পারেনি বাঘিনীরা। ২ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে দলের। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১ রান, বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট।কিন্তু সেখান থেকে বাংলাদেশের মেয়েরা পারেনি ম্যাচ বের করতে। লেগবাই থেকে ওভারের দ্বিতীয় বলেই জয়সূচক রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪ বল বাকি থাকতেই হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ২ উইকেটের হার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে।আগে ব্যাট করতে নেমে এদিন আবারও মুখ থুবড়ে পড়েছে জুনিয়র টাইগ্রেসদের ব্যাটিং। আগেরদিন নেপালের দেয়া ৫৩ রান পার করতেই তারা হারিয়েছিল ৫ উইকেট। আজ ম্যাচের ৫২ রান করতেই সাজঘরে ফেরেন ৬ ব্যাটার। অধিনায়ক সুমাইয়া ওপেন করতে নেমে ১৩ রান করেন। তিনি ছাড়া টপ বা মিডল অর্ডারে কেউ দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি।লোয়ার মিডল অর্ডারে আফিয়া আসিমার ব্যাটে আসে ৩৪ বলে ২৯ রানের কার্যকরী এক ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তারই। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত থেকে। ২০ ওভারে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ৯১ রান।ব্যাট হাতে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতেই ৩ ওভারেই চলে আসে ২৬ রান। দ্বিতীয় উইকেটে অধিনায়ক লুসি হ্যামিলটন ওপেনার কেইট পেলেকে নিয়ে যোগ করেন আরও ৫০ রান। জয়টা যখন অস্ট্রেলিয়ার জন্য একেবারেই সহজ, তখনই বাংলাদেশের বোলিং লাইনআপ চেপে ধরে তাদের।৫০ থেকে ৬৭, এই ১৭ রান করতেই অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। লুসি ৩০ রান করে দলীয় ৬৭ করে ফিরে গেলে জয়ের আশা করতে থাকতে বাংলাদেশ। কিন্তু, হারশাত গিলের ধৈর্যশীল ইনিংস বাংলাদেশকে হতাশ করেছে শেষ পর্যন্ত। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে উইকেট নিশিতা আক্তার, হাবিবা ইসলাম এবং আনিসা আক্তারের।