• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৮:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৮:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বঙ্গোপসাগরে ১৩ ট্রলারসহ ৫ শতাধিক জেলে নিখোঁজ, ভেসে আসছে মরদেহ

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের উপকূলের ফিরতে পারেনি ১৩টি ফিশিং ট্রলার। এসব ট্রলারে ৫ শতাধিক মাঝি-মাল্লা এখনো নিখোঁজ রয়েছে। যাদের সঙ্গে গেল ৪৮ ঘণ্টা ধরে যোগাযোগ বন্ধ রয়েছে। বর্তমানে সৈকতের বিভিন্ন পয়েন্ট মরদেহও ভেসে আসছে।১৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।নিখোঁজ ট্রলারগুলো হলো- এফবি হাসান, এফবি আবছার, এফবি সাবিত, এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম, এফবি নজির ও এফবি জনিসহ আরও অনেক।এদিকে ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান- বুধবার থেকে টানা বর্ষণ হচ্ছে কক্সবাজার উপকূলে। গেল ৪৮ ঘণ্টা ধরে ঝড়ো হাওয়া আকারে বৃষ্টিপাত হওয়ায় উপকূলে ফিরছিলেন জেলেরা। পথিমধ্যে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। তারমধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলে জীবিত উদ্ধার হয়েছে। দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়।এ সময় তিনি আরও জানান, গেল ৪৮ ঘণ্টা ধরে কোন ধরনের যোগাযোগ নেই ১৩ ফিশিং ট্রলারে। এসব ট্রলারে থাকা ৫ শতাধিক জেলের ফোন বা কোনোভাবে তাদের সঙ্গে সংযোগ নেই। সে হিসেবে তারাও এখনো নিখোঁজ রয়েছে।