• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩১ রাত ০৩:২৪:৪৩ (12-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩১ রাত ০৩:২৪:৪৩ (12-Feb-2025)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় ভাতিজার ট্রলির ধাক্কায় প্রাণ গেল চাচার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় ভাতিজার ট্রলির ধাক্কায় খবির উদ্দিন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খবির সর্দার রামনগর গ্রামের গঞ্জের সর্দারের ছেলে। ট্রলিচালক শহিদুল এবং নিহত খবির সর্দার সম্পর্কে চাচা ও ভাতিজা।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব তথ্যটি নিশ্চিত করেছেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে খবির উদ্দিন তার বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশে বের হন। এ সময় তার ভাইয়ের ছেলে শহিদুল ট্রলি নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে রামনগর মসজিদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভাতিজার ট্রলি তার চাচার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন খবির। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ট্রলিচালক শহিদুল বলেন, আমার চাচা খবির ও আমার বাড়ি পাশাপাশি। মাঠের কাজ শেষ করে ট্রলি নিয়ে বাড়িতে ফিরছিলাম। রামনগর মসজিদ এলাকায় পৌঁছালে ট্রলিটি ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুত্ব আহত হন চাচা খবির। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি মেনে নিতে পারছি না।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই খবির উদ্দিনের মৃত্যু হয়েছে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।