• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:২২:৫১ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:২২:৫১ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহত রেহেনা খাতুন একই ইউনিয়নের নওদাখাদিমপুর গ্রামের মন্টু সরদারের স্ত্রী। এ ঘটনায় হাইওয়ে থানা-পুলিশ ট্রাকটি জব্দ করে চালক ও তাঁর সহযোগীকে হেফাজতে নিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী মন্টু সরদারের সঙ্গে স্থানীয় এক কবিরাজের কাছে যান রেহানা খাতুন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রেহানার মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় মন্টু সরদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহযোগী পুলিশের হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।