দোয়ারাবাজারে ভারতে পাচারকালে ১৪৬ বস্তা রসুনসহ আটক ২
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে পুলিশের বিশেষ অভিযানে ভারতে পাচারকালে ১৪৬ বস্তা রসুন ও বহনকারী একটি টাটা পিকআপসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।১৬ জানুয়ারি বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জব্দকৃত ১৪৬ বস্তায় ২৫৫৫ কেজি রসুনের মূল্য ৫ লাখ ১১ হাজার টাকা। আটকরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানার খাদিম নাগর ইউনিয়নের কান্দিরপথ গ্রামের সুরুজ মিয়ার পুত্র আনু মিয়া এবং একই জেলার গোয়াইনঘাট উপজেলার লাবু গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র নুরুজ্জামান।ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, উদ্ধার হওয়া মালামাল জব্দ করে আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।