• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৪:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৪:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে ককটেল নিক্ষেপ

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মৈত্রী এক্সপ্রেসের বগির একটি জানালা ক্ষতিগ্রস্থ হলেও এতে কেউ হতাহত হয়নি। ১ নভেম্বর বুধবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের অদূরে লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, কলকাতা থেকে ছেড়ে আসার পর আন্তদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে যথারীতি যাত্রাবিরতি দেয়। সেখানে অপারেশনাল কাজের পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ঈশ্বরদী লোকশেড এলাকা অতিক্রম করে যাওয়ার সময় ট্রেনে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ট্রেনটির ৭২১৯ নম্বর কোচের ডান পাশে আঘাত লেগে জানালার বাইরের অংশের গ্লাসের ক্ষতি হয়। আরেকটি পেট্রল বোমা পাশে পড়ে যায়। তবে ট্রেন সেখানে দাঁড়ায়নি।হামলার ঘটনার পরপরই পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।  বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, কে বা কারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ করে কিছু একটা ছুঁড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্থ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম বলেন, ট্রেন লক্ষ করে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের একটি জানালার গ্লাস ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।