গেট নির্মাণের দাবিতে গ্রামবাসীর ট্রেন অবরোধ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী বাইপাস স্টেশনের পার্শ্ববর্তী এবি ইউনিয়নের দহরশৈল গ্রামবাসীর নিরাপত্তার জন্য ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করে উল্লেখিত স্থানে রেলগেট নির্মাণের দাবিতে অবরোধ কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী।২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে রাজশাহীগামী এবং গোপালগঞ্জ রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের গতিরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী তাদের এ দাবি জানান।রেলপথ অবরোধের সময় দহরশৈল গ্রামের কয়েকশ’ নারী-পুরুষ ঢাকা-রাজশাহী রেললাইনের উপর অবস্থান নিলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সেই সাথে রাজশাহীর সাথে খুলনাগামী সকল আন্তঃনগর ও লোকাল ট্রেনের চলাচলেও বিঘ্ন ঘটে। এ সময় বিক্ষোভকারীরা রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গ্রামবাসী আটকে রাখেন।এলাকাবাসীর রেলপথ অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন পাকশি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের মধ্যস্থতায় গ্রামবাসী অবরোধ সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করে রেলপথ থেকে সরে যান।এর আগে ১৮ অক্টোবর ঈশ্বরদী বাইপাস স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় উত্তরাঞ্চল-ঢাকা রেললাইনে অবস্থান নিয়ে রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবি জানান দহরশৈল গ্রামবাসী।জানতে চাইলে রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগীয় ব্যবস্থাপক শাহ্ সূফী নূর মোহাম্মদ বলেন, বর্তমানে দেশে বেআইনিভাবে জোর খাটনোর কর্মকাণ্ড চলছে, এটিও তার মধ্যে একটা।