দিনাজপুরে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৫
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে ডাকাতির ৫ ঘণ্টার ব্যবধানে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাতে জেলার চুনিয়াপাড়া এলাকায় একটি রিপোর কনস্ট্রাকশন কোম্পানির গাড়ির গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে।২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার নাজমুল হাসান। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান এবং কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা।এ বিষয়ে পুলিশ সুপার নাজমুল হাসান জানান, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে একটি পাগলু (থ্রি হুইলার) গাড়িতে চড়ে ১২ থেকে ১৩ সদস্যের একটি ডাকাত কোম্পানির গ্যারেজে ঢুকে ধারালো অস্ত্রের মুখে ৬ জন নৈশ প্রহরীর হাত পা বেধে ফেলে। এ সময় নৈশ প্রহরীদের ৬টি মোবাইল ফোনসেট, গ্যারেজে থাকা বিভিন্ন যানবাহন থেকে প্রায় ৪ লাখ টাকা দামের ২০টি ব্যাটারি এবং লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশসহ নগদ ৩ লাখ ৫২ হাজার টাকা লুটে নেয় ডাকাত দল।এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। তথ্য প্রযুক্তিসহ সোর্সের সহায়তায় ৫ ঘণ্টার মধ্যে প্রথমে খানসামা উপজেলার কাচিনিয়ার রামনগর গ্রামের মৃত দমাসু দাসের ছেলে শমবারু দাসকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী চিরিরবন্দরের আলোকডিহি কেতাবপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে ইউনুস আলীর শয়নকক্ষ থেকে ১৮টি ব্যাটারি উদ্ধার করা হয়।পরবর্তী অভিযানে জেলা খানসামার আমনগরের সত্যেন চন্দ্র দাসের ছেলে দীপু চন্দ্র দাস, বোচাগঞ্জের শ্রীমন্তপুর গ্রামের বিজয় দাসের ছেলে সুজন দাস, কাহারোলের রামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে পাগলুর চালক আলমগীর হোসেন এবং একই উপজেলার দোহন্ডা গ্রামের অহেজ আলীর ছেলে দুলাল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা। অভিযানে ১৮টি ব্যাটারি ডাকাতির কাজে ব্যবহৃত থ্রি হুইলার এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।