• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৮:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৮:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জের শিবালয় থেকে লুণ্ঠিত সিগারেটসহ এক ডাকাত গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে আমেরিকান টোব্যাকো কোম্পানির ওয়ার হাউজ থেকে লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।৬ নভেম্বর বুধবার চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ। তার নিকট থেকে উদ্ধার হয় প্রায় ৩২ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট।গ্রেফতার ডাকাত মোহাম্মদ আলী (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত আছমত আলীর পুত্র।মামলা তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মুজিবুর রহমান জানান, গত ২৯ অক্টোবর ভোরে উপজেলার মহাদেবপুর রুমি ফিলিং স্টেশনের পূর্ব পাশের বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ওয়ার হাউজে ১০/১২ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের লোকজনদের বেঁধে রেখে গোডাউনে প্রবেশ করে খোলা দুটি পিক-আপযোগে সিগারেট ভর্তি কার্টুনগুলো লুট করে, যার বাজার মূল্য প্রায় ৬৭ লাখ টাকা।শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল মামুন জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।