ফটিকছড়িতে ডাবল মার্ডার মামলার আসামি দুলাল গ্রেফতার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির জাফতনগরে পারিবারিক কলহের জেরে দুই সহোদরকে কুপিয়ে হত্যা মামলার আসামি মো. দুলালকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। এর আগে মামলার প্রধান আসামি নিগার সুলতানাকে গ্রেফতার করা হয়।৮ নভেম্বর শুক্রবার মধ্যরাত দেড়টার দিকে মোহাম্মদ তকিরহাট বাজারের ভাড়াবাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা। গ্রেফতার মো. দুলাল জাফতনগর ৮নং ওয়ার্ডের ছমদ বাড়ির আলাউদ্দিনের ছেলে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ দুলালকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক দুলালকে আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হয়। এছাড়াও অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।উল্লেখ, ৩ আগস্ট মঙ্গলবার পারিবারিক কলহের জেরে উপজেলার জাফতনগর ইউনিয়নে আলমগির ও জাহাঙ্গির নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই মো. রাসেল বাদী হয়ে তার ভাই রেজাউল করিমের স্ত্রী নিগার সুলতানাকে প্রধান আসামি এবং ২০/২৫ জনকে অজ্ঞতা নামা করে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।