• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪২:৩৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪২:৩৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

বাঞ্ছারামপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ব্রাক্ষণবাড়িয়া (দক্ষিণ) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত স্বাস্থ্য সেবার মান যাচাই এবং ত্রুটি সংশোধনের লক্ষ্যে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ কার্যক্রম, লাইসেন্স না থাকা, নবায়ন না করা, সেবার মান নিশ্চিত না করা, অতিরিক্ত অর্থ আদায় এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযানে বাঞ্ছারামপুর ল্যাবএইড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা, সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এক প্রশ্নের জবাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, নিয়ম নীতির বাইরে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সতর্ক করা হয়েছে এবং তাদের কার্যক্রম সঠিক নিয়মে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেসব প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।জনসাধারণকে সঠিক সেবা গ্রহণের জন্য লাইসেন্সপ্রাপ্ত এবং নিয়মতান্ত্রিক ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যাবা অবৈধভাবে নিয়ম নীতির অপেক্ষা না করে হসপিটাল করে সেবার নামে ক্ষতি করছে, তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন।