• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৪:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৪:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি-ডিসি-এসপি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ  নায়িরুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।১১ অক্টোবর শুক্রবার রাত ৯টার পর থেকে সৈয়দপুর পৌর এলাকায় তুলশীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী পূজা মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও দিকনিদের্শনামূলক বক্তব্য শেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন, উপজেলা হিন্দু কল্যাণ সমিতির সভাপতি অ্যাড, তুষার কান্তি রায়, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগারওয়ালা (নিক্কি), সাংগঠনিক সম্পাদক টিকেন্দ্রজিৎ রায় মিরু, কোষাধ্যক্ষ অনিল কুমার আগারওয়ালা, সর্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব কেন্দ্রীয় দূর্গাপূজার সভাপতি রাজকুমার রাজ পোদ্দার রাজু।এসময় আরও উপস্থিত ছিলেন- সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. এস এম ওবায়দুর রহমান, সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, জেলা বিএনপির অন্যতম নেতা শওকত হায়াত শাহ, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আবদুল মোন্তাকিম, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম রাব্বীসহ অন্যান্য নেতৃবৃন্দ।