• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৪৭:৫৯ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৬শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৪৭:৫৯ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

ভারতের মিডিয়াগুলো শুধুই অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে তেমন কোন ধর‌নের উত্তেজনা নেই। অন‌্য সম‌য়ের মত একই অবস্থা চল‌ছে। ভারতের মিডিয়া গুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোন মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলার রূপগঞ্জের পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলানটিয়ার দিবসের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়েছে, তাতে দেশের ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষা ইতিবাচক সাড়া ফেলবে। আগামী দিনে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গঠন করা হবে।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকের সংখ্যা ৫৪৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নতি করা হবে। সকল দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থা‌কে।  ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মত মানুষের সেবা করে আসছে।এ সময় আয়োজিত অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।