• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৪:০১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৪:০১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

শাওনের পর অভিনেত্রী সোহানা সাবাও ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে।৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।তালেবুর রহমান সাংবাদিকদের জানান, গুলশান থেকে সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। অভিনেত্রী শাওনের মতোন সাবাও ডিবির নজরদারিতে ছিলেন। তাঁর বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাঁকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।’জানা গেছে, আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হতে পারে অভিনেত্রী সোহানা সাবা ও মেহের আফরোজ শাওনকে। জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হতে পারে রিমান্ডও।