• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১৯:৫১ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১৯:৫১ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২৬ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২৬ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ২৫৯১ জন।নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ৮৪ জন। বর্তমানে নারায়ণগঞ্জ পুরো জেলায় ডেঙ্গু আক্রান্তের পর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা পেয়ে  সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ২৫০৭ জন।জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নারায়ণগঞ্জে এ যাবৎ কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যুর সংখ্যা আছে।