অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেফতার ৩
কুমিল্লা প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিন থানার গ্রেফতার তিনজনই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।৯ ফেব্রুয়ারি রোববার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতার তিনজন হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম (১৭), মুরাদনগর উপজেলার ৫ নম্বর পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জীবন মিয়া (৪৫) ও দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি (৪৮)।গ্রেফতারদের মধ্যে তামিমকে শিশু আদালতে পাঠানো হয়েছে। জীবন মিয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে।এছাড়া আলাউদ্দিন অজি ৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে গুলি করে বাবু নামের একজনকে হত্যার মামলায় এজাহারনামীয় আসামি।পুলিশ কর্মকর্তা আরাফাতুল ইসলাম বলেন, আমরা অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছি।