• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:০৯:১৯ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:০৯:১৯ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের তেরাকুড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেন, বোগলাবাজার ইউনিয়নের তেরাকুড়ি এলাকার চিলাই নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।