• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০১:৪৪:২৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০১:৪৪:২৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলেন গ্রামবাসী

মানিকগঞ্জ প্রতিনিধি: সর্বসাধারণের চলাচলের রাস্তা কারখানা কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী।প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তির শিকার হন চলাচলকারী যাত্রীরা।২৯ জানুয়ারি বুধবার সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় কয়েকশ নারী পুরুষ বেলা ১২টার দিকে এই অবরোধ সৃষ্টি করে। এরপর মাইকিং করলে স্থানীয় হাজার হাজার লোক জড়ো হয়।আন্দোলনকারীরা জানান, গোলড়া এলাকায় গ্রামবাসীর যাতায়াতের একটি পুরোনো রাস্তা বন্ধ করে দিয়েছে দুটি কারখানা। এতে তাদের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে।গ্রামবাসী আরও জানায়, পুরোনো এই রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের নেমেছেন তারা। রাস্তাগুলোর কারণে বর্তমানে তাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে।এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।