• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৩:৩১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৩:৩১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

সিএনজি চালকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ ও মাতুয়াইলের অংশের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।  সরেজমিন গিয়ে দেখা যায়, ১৬ ফেব্রুয়ারি রোববার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় থেকে মাতুয়াইল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।যানজটে আটকা ভুক্তভোগীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনের সানারপাড় থেকে চলাচলরত যানবাহনগুলো এক চুলও নড়তে পারছে না। কয়েক ঘণ্টা পার হয়ে গেল, অথচ শত শত যানবাহন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যানজটের মধ্যে অসুস্থ রোগী বহনকারী বেশ কিছু অ্যাম্বুলেন্সেও দেখা গেছে। ঢাকার উদ্দেশ্যে অফিসগামী কর্মজীবী মানুষ পড়েছেন সংকটেন।শাহবাগে পিজি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লার দেবিদ্বার এলাকার বাসিন্দা রুহুল আমিন তার অসুস্থ স্ত্রী ফরিদা আক্তারকে নিয়ে যাচ্ছিলেন। তিনি জানান, বারোটার মধ্যে ডাক্তার দেখানোর কথা। যানজটের কারণে এখনো রাস্তায় পড়ে আছি।যানজটে আটকা যানবাহনের চালকরা জানান, মাতুয়াইল এলাকায় মহাসড়ক দখল করে বিক্ষোভ করছে সিএনজি চালকরা। এর কারণেই যানজট লাগছে।এ ঘটনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, ‘ডিএমপি থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে, সিএনজি চালকেরা আন্দোলন করছে। এজন্যই এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা সকলে সড়কেই আছি। চেষ্টা চলছে এই ঘটনা মীমাংসা করার।