• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৩:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৩:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ঢাকা-২ আসনে কামরুল ইসলাম জয়ী

কেরানীগঞ্জ,(ঢাকা) প্রতিনিধি: ঢাকা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৪ হাজার ৪৪৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে ১০ হাজার ৬৩৫টি ভোট পেয়েছেন।৭ জানুয়ারি রোববার রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, ঢাকা-২ আসনে ১৯৭টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৪৪৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে ১০ হাজার ৬৩৫টি ভোট পেয়েছেন।এছাড়াও ইসলামী ঐক্যজোটের মাওলানা মোহাম্মদ আশরাফ আলী জিহাদী মিনার প্রতীক নিয়ে ৪ হাজার ৪৬৯টি, জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিল লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ১৯৮টি ভোট পেয়েছেন।