• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:১৫:০৬ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:১৫:০৬ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত হবে ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্ট

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের সাধারণ মানুষদের প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে, প্রাকৃতিক জীবনযাপনে উৎসাহিত করতে এবং ইয়োগা ও ওয়েলনেস প্রশিক্ষকদের কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে তাদের কানেক্টিভিটি বাড়াতে রাজধানীতে ঢাকা ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্টের আয়োজন করা হচ্ছে।আগামীকাল ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে ‘ঢাকা ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্ট-২০২৩’ শীরোনামে এই আয়োজন অনুষ্ঠিত হবে। চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। ইয়োগা ফেস্টিভ্যালটি আয়োজন করেছে সেলফ হিলিং হাব। এছাড়াও এতে সহায়তা করবে সেলফ হিলিং হাবের সকল প্রফেশনাল ইয়োগা এবং ওয়েলনেস প্রশিক্ষক ও সেন্টারগুলো।ঢাকা ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্ট-২০২৩ আয়োজনে যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে যাচ্ছে, আনন্দ ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ইনস্টিটিউশন, আর্ট অব লিভিং, জয়া নন্দি ইয়োগা অ্যান্ড ওয়েলনেস, ইয়োগা মাইন্ড বাই ফারিয়া, হু ফাউন্ডেশন, দ্য ফিট অ্যান্ড ফান ইয়োগা অ্যান্ড ওয়েলনেস, কসমিক ইয়োগা, ফিট অ্যান্ড গ্লো ইয়োগা, ইয়োগা উইথ নাইলা, প্রাচীনা ইয়োগা-ইশা ক্লাসিকেল হ্যাটহা ইয়োগা, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র, ত্রিনয়ন যোগ ইয়োগা, প্রশান্তি ইয়োগা, মাইন্ড বডি মেডিসিন ইয়োগা, মডার্ন ইয়োগা, গার্লস পাওয়ার, দ্য সিলভার মেথড, প্রাচীনা ঐতিহ্যের ধারক বাহক।ঢাকা ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্ট-২০২৩ আয়োজন করেছে সেলফ হিলিং হাব এবং স্পন্সর করছে প্রাকৃতিক পণ্যের সমাহার ক্ষেত অনলাইন শপ রয়াল ইউজার ইউকে (RoyalUserUK.com)।  আয়োজকরা আরও জানান, ‘ঢাকা ইয়োগা অ্যান্ড ওয়েলনেস ফেস্ট-২০২৩’ অনুষ্ঠানকে আরও উৎসবমুখর ও আনন্দঘন করে তুলতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। দেশের যেকোন প্রান্ত থেকে যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন।