• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৬:২১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৬:২১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

ঢাকা ওয়াসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ওয়াসা ছাত্র সমন্বয়ক, গুণিজন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংস্থার কর্মচারী-কর্মকর্তাদের সুপারিশে চাকরি প্রদানের অভিযোগে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।  ঢাকা ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, আউটসোর্স জনবল নিয়োগ প্রদানকারী সংস্থা ঢাকা ওয়াসা নয়। বরং, আউটসোর্সিং জনবল নিয়োগের জন্য ওপেন টেন্ডারিং পদ্ধতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়। নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল সরবরাহ করে থাকে। এক্ষেত্রে সরকারের নীতিমালা অনুসরণ করা হয়। ঢাকা ওয়াসা আউটসোর্সিং জনবল নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার নিয়োগ প্রদান করে না।  প্রকাশিত সংবাদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সচিব (পিএস), সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস), ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নাম উল্লেখ করে একটি তালিকা দেখানো হয়েছে। ঢাকা ওয়াসা এই তালিকাকে সঠিক নয় বলে উল্লেখ করে বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। সংবাদে প্রকাশিত তালিকার সাথে ঢাকা ওয়াসা বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কোনো সম্পৃক্ততা নেই বলে জানানো হয়েছে।  ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, জনবল নিয়োগ সরবরাহের কাজটি সম্পূর্ণভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। তাই, এই ধরনের ভিত্তিহীন সংবাদের প্রতি তীব্র নিন্দা জানানো হয়েছে এবং সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য আহ্বান জানানো হয়েছে।  ঢাকা ওয়াসার পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে, প্রতিষ্ঠানটি কোনো প্রকার অনিয়ম বা অস্বচ্ছতা মেনে চলে না এবং সরকারি নীতিমালা ও নিয়মকানুনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। ভবিষ্যতেও ঢাকা ওয়াসা তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।