সাদেক মিঠুকে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশনের সভাপতি মনোনীত করলো ঢাকা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার সদরঘাটে অবস্থিত ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশনের (স্কুল অ্যান্ড কলেজ) পরিচালনা পর্ষদের সভাপতি (এডহক কমিটি) হলেন মো.সাদেক মিঠু। ২৮ মে মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বোর্ড কর্তৃক তাকে এ পদে মনোনীত করা হয়। মো. সাদেক মিঠু অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ভাতিজা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোহাম্মদ সুলতানের সন্তান। ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে সাদেক মিঠু জানান, ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন (স্কুল অ্যান্ড কলেজ) পুরান ঢাকার শতাব্দীর একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে তিনি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সাঈদ খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।