বরখাস্তকৃত ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
খুলনা ব্যুরো: অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সঈদসহ সকল শহীদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় সাময়িক বরখাস্তকৃত সহকারী কমিশনার তাবাসসুম উর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলা(নং-সিআর-৯১৪/২৪) দায়ের হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে জাতীয় পার্টির (রওশন) কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী মোল্লা শওকাত হোসেন বাবুল বাদী হয়ে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো. আল আমিন মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী এস.এম মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বাদীর আবেদন আদালত গ্রহণ করেছেন। আদালত ঘটনা তদন্ত করে সিআইডিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।