• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০২:৩৬:১০ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০২:৩৬:১০ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

মুরাদনগরে তারাবিহ পড়ে আর বাড়ি ফেরা হলো না বৃদ্ধা ওহেদ মিয়ার

কুমিল্লা প্রতিনিধি: তারাবিহ পড়ে আর বাড়ি ফেরা হলো না কুমিল্লার মুরাদনগর উপজেলার বৃদ্ধা ওহেদ মিয়ার।১৮ মার্চ রাতে তারাবিহ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি। ১৯ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রগুরামপুর গ্রামের পশ্চিম বিলের পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ওই বৃদ্ধার বয়স ৭০ বছর। সে রগুরামপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।নিহত অহেদ মিয়ার ছেলে আওয়াল মিয়া বলেন, আমার বাবা রাতে তারাবীর নামাজ পরতে ঘর থেকে বের হয়। অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসি। সকালে লোক মাধ্যমে খবর পাই আমার বাবার মরদেহ বিলের মাঝখানের খালে পরে আছে।রগুরামপুর গ্রামের ইউপি’র সদস্য মো.ফারুক সরকার বলেন, অহেদ মিয়া মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে অহেদ মিয়ার মরদেহ খালে পরে থাকতে দেখে মুরাদনগর থানা পুলিশকে খবর দেই। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।মুরাদনগর থানা ওসি প্রভাস চন্দ্র ধর বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।