• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৯:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৯:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্ঘটনাস্থানে মানববন্ধন ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ আগস্ট রোববার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় এ সভা করা হয়।মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলার সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাভলু, তারেক মাসুদ মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারি, ঘিওর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু, বারসিকের জেলার সমন্বয়কারী বিমল রায় প্রমুখ।স্মরণ সভায় বক্তারা তারেক মাসুদ ও মিশুক মুনীরের দুর্ঘটনা স্থানে তাদের স্মৃতিতে ভাস্কর্য নির্মাণসহ ঢাকা-আরিচা মহাসড়কে চার লেনে উন্নীতকরণ ও রেললাইন নির্মাণের দাবি করেন।উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলায় শালজানা গ্রামে গিয়ে কাগজের ফুল চলচ্চিত্রের শুটিং স্পট দেখে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ তাদের টিমের লোকজন। পথে ঘিওর উপজেলার জোকা নামক এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন ঘটনাস্থলে নিহত হয়।