তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া চীনের: ড. খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।৩০ মার্চ রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে খলিলুর রহমান এ তথ্য জানান তিনি।ঐতিহাসিক বৈঠক ও এই বৈঠক অত্যান্ত ফলপ্রসু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এদেশে দুটি স্তম্ভ। আমরা নদীমাতৃক দেশ। পানির ওপর আমাদের জীবনযাত্রা বহুলাংশে নির্ভরশীল। প্রকৃতি ও পরিবেশের যে পরিবর্তন তার প্রভার আগামী ৫০ বছরে বাংলাদেশের জনগণের ওপর পড়বে। সেদিক ভেবে আমাদের প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে পানি সম্পদ নিয়ে দীর্ঘ বিস্তৃত আলাপ করেছেন। বাংলাদেশের রিভার সিস্টেম ব্যবস্থাপনা নিয়ে কথা হয়েছে।এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।ড. মুহাম্মদ ইউনূস গত ২৬ মার্চ চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে।এ ছাড়া প্রধান উপদেষ্টা চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে ভাষণ দেন। সেখানে চীনের ব্যবসায়িক প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউ সঙ্গে সাক্ষাৎ করেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেন। এরপর শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।