তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কবি নজরুল কলেজে বিক্ষোভ
কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও রংপুরে বাজেট বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কবি নজরুল সরকারি কলেজস্থ রংপুর বিভাগীয় শিক্ষার্থীবৃন্দ।৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় কলেজের প্রধান ফটকে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও পোস্টার হাতে নিয়ে 'তিস্তা নিয়ে আগ্রাসন চলবে না চলবে না', 'তিস্তা না গঙ্গা তিস্তা তিস্তা', 'ভারতীয় আগ্রাসন গুড়িয়ে দাও গুড়িয়ে দাও','আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই'সহ প্রতিবাদী স্লোগান দিতে থাকে।বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ‘আমাদের রংপুরের মানুষ স্বাধীনতার পর থেকেই নানাভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও আমাদের রংপুরের কোন অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তায় কোনো মহাপরিকল্পনাই নেওয়া হয়নি। আমাদের যৌক্তিক দাবি বন্যা ও খরা থেকে এই অঞ্চলের মানুষের বাঁচার জন্য তিস্তা মহাপরিকল্পনা এখনও কোন সরকারই বাস্তবায়ন করতে পারেনি। এই তিস্তা আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কেননা সাধারণ মানুষ তাদের সর্বস্ব হারাচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনা না হওয়ায়।’রংপুর বিভাগীয় ছাত্র-কল্যাণের প্রতিনিধি নাহিদ হাসান বলেন, ‘আমরা রংপুরের মানুষ তখনই পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবো যখন আমাদের উত্তরবঙ্গের মানুষ আর পানিতে ভাসবে না। আমাদের যে ক্ষতি হচ্ছে তা প্রকাশ্য। আমাদের ২০ হাজার হেক্টর জমি যদি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের কৃষকরা বেকার হয়ে পরবে।যদি তিস্তা পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে আমাদের কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।'