সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ফুকুরহাটি ইউনিয়নে মেসার্স রাকিব এন্টারপ্রাইজ নামের একটি তেলের পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মানিকগঞ্জ ও সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।এ সময় তেলের পাম্প কয়েকটি ঘর ও পাম্পের পাশে থাকা একটি পোল্ট্রি ফার্ম পুরে ছাই হয়ে যায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহত আতাউর রহমানকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সাকির্টের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়-ক্ষতির পরিমাণ সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না। ভুক্তভোগীরা জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় তেলে পাম্পে ৩৫ লক্ষ ও মুরগীর ফার্মে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।