• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে চৈত্র ১৪৩১ সকাল ১১:০৫:১৩ (13-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩০শে চৈত্র ১৪৩১ সকাল ১১:০৫:১৩ (13-Apr-2025)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জের ত্রিপল মার্ডারের আসামি ইয়াসিনের ৫ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারীসহ এক শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ইয়াসিন আলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত । ১২ এপ্রিল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেফতার আসাম ইয়াসিনকে আদালতে উপস্থিত করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করা হয়।   বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ওসি কাইউম খান।প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় ভাড়াটিয়া বাড়ির আঙিনায় ময়লার স্তূপ খুড়ে পোশাক কর্মী স্ত্রী লামিয়া আক্তার, তার চার বছরের ছেলে আব্দুল্লাহ বড়বোন স্বপ্না আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহগুলো উদ্ধারের কিছুক্ষণ পরই লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ। রাতে লামিয়ার মেজো বোন মুনমুন আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ইয়াসিন ছাড়াও তার বাবা মো. দুলাল ও বোন শিমুকে আসামি করা হয়েছে।নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে, পাঁচ দিনের রিমান্ডে যাওয়াই ইয়াসিন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। নেশার টাকা না পেয়ে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।