গাজী টায়ারে নিখোঁজদের স্বজনদের রূপগঞ্জ থানায় অবস্থান
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন গাজী ট্রায়ার ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় নিখোঁজদের স্বজনরা রূপগঞ্জ থানায় অবস্থান গ্রহণ করেছে।৮ জানুয়ারি বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে রূপগঞ্জ থানার কম্পাউন্ডে তারা এ অবস্থান গ্রহণ করে। উল্লেখ্য, গত ২৫ আগস্ট রুপগঞ্জ থানাধীন রূপসী মোড় সংলগ্ন গাজী ট্রায়ার ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে প্রায় ১৮০ জন নিখোঁজ হয় যার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা তাদের সন্ধানের জন্য ইতোপূর্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। আজকে তারা রূপগঞ্জ থানায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গাজী টায়ারে আগুনের ঘটনায় নিখোঁজ স্বজনরা ঢাকায় এসেছিল তাদের নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য আমরা বিষয়টি তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।