• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১০:৫৬:৩৯ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১০:৫৬:৩৯ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে থার্টিফার্স্ট নাইটে পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পরে প্রাণ গেল স্কুল ছাত্রের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সাথে থার্টিফার্স্ট নাইটের পিকনিক করার সময় তিন তলার ছাদ থেকে পড়ে ইশতিয়াক নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।পরিবার ও এলাকাবাসী জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক। সে ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে থার্টিফার্স্ট নাইট উদযাপনের জন্য সরদারপাড়া মহল্লায় বন্ধু অনিকের বাসার ছাদে আয়োজন করা পিকনিকে অংশ নেয়।এ সময় মোবাইল দেখতে দেখতে ছাদ পারাপারের সময় পা পিছলে নিচে পড়ে যায় ইশতিয়াক। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম।