মাধবপুরে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ জামাল মিয়া নামের এক দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।৫ জানুয়ারি রোববার উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি জামাল মিয়া মাধবপুর উপজেলার বাঘাসরা ইউনিয়নের মৃত খেলো মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে ২০২২ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদ জামাল মিয়া দীর্ঘ দিন ধরে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।