• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

গ্রিসে ভয়াবহ দাবানলে নিহত ১৮ জনের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলে জ্বলছে গ্রিসের জঙ্গল। আগুন নিয়ন্ত্রণে লড়াইও করে যাচ্ছে গ্রিক সরকার। এই মধ্যেই দেশটির একটি জঙ্গলে পাওয়া গেছে আগুনে পুড়ে নিহত ১৮ জনের মরদেহ। মৃতরা সকলেই অবৈধ অভিবাসন-প্রত্যাশী বলে ধারণা করছে গ্রিক প্রশাসন। তুরস্ক সীমান্তের খুব কাছে এই জঙ্গল অবস্থিত হওয়ায় তারা সেই দেশ থেকে অবৈধভাবে গ্রিসের জঙ্গলে প্রবেশ করেছিলেন বলে মনে করা হচ্ছে।গ্রিক ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ২২ আগস্ট মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  তুরস্ক সীমান্তের কাছাকাছি উত্তর-পূর্ব গ্রিসের ইভ্রোস অঞ্চল সাম্প্রতিক সময়ে দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে। আগুনের ভয়াবহতার কারণে আলেকজান্দ্রোপলিস শহরের একটি হাসপাতালও খালি করতে হয়েছে। হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া রোগীদের মধ্যে নবজাতক শিশু এবং নিবিড় পরিচর্যার রোগীরাও রয়েছেন।সংবাদমাধ্যম বলছে, গ্রিসের বেশ কয়েকটি অঞ্চলজুড়ে আগুন জ্বলছে। মঙ্গলবার বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে এবং প্রবল বাতাস ও এই উষ্ণ আবহাওয়ার কারণে দাবানল আরও গতি পাচ্ছে।আলেকজান্দ্রোপলিসের উত্তরে অবস্থিত বৃহৎ জঙ্গলযুক্ত দাদিয়া জাতীয় উদ্যানে ২১ আগস্ট সোমবার থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। জরুরি পরিষেবাগুলো আশপাশের এলাকায় মোবাইলে বার্তা পাঠিয়ে লোকজনকে চলে যেতে বলেছে।এই পরিস্থিতিতে মঙ্গলবার উত্তর-পূর্ব গ্রিসের একটি জঙ্গল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রশাসনের কাছে কারও নিখোঁজ হয়ে যাওয়ার খবর ছিল না। আর তাই এতো মানুষের মরদেহ উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে তাদেরকে অভিবাসন-প্রত্যাশী বলে অনুমান করার কথা জানিয়েছে প্রশাসন।