হাবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা
হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা। হাবিপ্রবি দাবা ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।৫ অক্টোবর শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, দাবা ক্লাবের উপদেষ্টা আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক আরিফা হোসেন মুন্নি, দিনাজপুর জেলা দাবা সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসাইন। সভাপতিত্ব করেন দাবা ক্লাবের সভাপতি ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মাহাবুব-উল-হাসান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিপ্রবি দাবা ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা – কর্মচারীরা।প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সহ পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীদের বিপথে যাওয়ার সম্ভাবনা কমে যায় । ক্যাম্পাস সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয় । মাদকের প্রবনতা দূর করতে শিক্ষার্থী দের সহ পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে । বিশ্ববিদ্যালয় ভালো ভাবে চলুক আরও সামনে এগিয়ে যাক। শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচিত হোক।