• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:২৬:৪৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:২৬:৪৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

বইয়ের দাবিতে ঝিনাইদ‌হে পতাকা মি‌ছিল

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা পাঠ্য বইয়ের দাবিতে পতাকা মিছিল করেছে।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এই পতাকা মিছিলের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মিছিলটি শহরের বিভিন্ন  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক শারমীন সুলতানা, সরকারি কেসি কলেজ শাখার আহ্বায়ক নুসরাত জাহান সাথী বক্তব্য দেন।সমা‌বে‌শে বক্তারা বলেন, শিক্ষাবর্ষের দুই মাস পেরিয়ে গেলেও সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্ত‌রের শিক্ষার্থীরা এখনো বই পায়নি। অথচ বাজারে এসব বই বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের বই দিতে নানা রকম তালবাহনা করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ করে দীর্ঘদিনের ছুটি দিয়ে দেয়া হয়েছে। তাই শিক্ষা নিয়ে এসব তালবাহনা বন্ধ করে অ‌বলম্বে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়াড় দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।