ঠাকুরগাঁওয়ে ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।১৭ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে সাংবাদিক, কৃষক-কৃষাণী, শিক্ষক, ইমাম, এনজিও কর্মীসহ ৬০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করেন ড. আব্দুর রাজ্জাক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বারটান)।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম।এর আগে প্রশিক্ষণার্থীদের মাঝে একটি করে ব্যাগ কলম খাতা বিতরণ করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চলতে থাকে।