বেরোবিতে হলের সিট নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
রংপুর ব্যুরো: হলের সিট বণ্টনকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইতিহাস ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।৯ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। রাত ১১টা পর্যন্ত থেমে থেমে চলে এই ধাওয়া-পাল্টা ধাওয়া।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর ও পুলিশ সূত্রে জানা গেছে, বেরোবির বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুলের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের এক শিক্ষার্থীর সিট পুনঃবণ্টন নিয়ে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাঁধে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব গুরুতর আহত হন। তাকে সহপাঠীরা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন। অন্যদিকে, ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে ধাওয়া দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন প্রধান ফটকের গেট বন্ধ করে দেন। সংঘর্ষে অন্তত দশজন শিক্ষার্থী আহত হয়েছে।এ বিষয়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান অভিযোগ করেছেন, ‘কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ পাল্টা অভিযোগ করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করেন।