সোনারগাঁয়ে ডাকাত সর্দার পিয়ালসহ ৩ ডাকাত গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সর্দার পিয়ালসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।১৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজম বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো- হাবিপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল (৩০) ও তার ছোট ভাই ইয়াসির আরাফাত (২০) এবং দৌলের বাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)।আরও জানা যায়, সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগ গ্রামে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কয়েক মাস ধরে ডাকাত সর্দার পিয়ালের নেতৃত্বে তার বাহিনী স্থানীয়দের কাছ থেকে চাঁদা দাবি, মারধর, শ্লীলতাহানীসহ বিভিন্ন অপকর্মে করে আসছে।এছাড়াও তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী পরিবহণ ডাকাতি করে থাকে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গত সোমবার সন্ধ্যায় হাবিবপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে।এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পিয়াল ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। তাদের শারীরিক ও মানুষিক নির্যাতনে অনেকেই বাড়িঘর ছেড়ে ঢাকায় অবস্থান করে। তাদের গ্রেফতারে মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ডাকাত পিয়ালসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তার বাহিনীর অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।