কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত খুলনার কাউন্সিলর টিপু, গ্রেফতার ২
খুলনা ব্যুরো: কক্সবাজারে হোটেল সী-গালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর দৌলতপুর দেয়ানার বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের মৃত্যুর সংবাদ জানার পর থেকে সন্তানের শোকে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন তার বাবা মো. গোলাম আকবর।কেসিসির ৪নং ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলরের নিহতের খবরে স্বজনদের বুক ফাটা আর্তনাদে সেখানকার বাতাস ভারি হয়ে উঠেছে। নিহত টিপুর বড় ছেলে স্কুল শিক্ষার্থী বাবার শোকে স্তব্ধ হয়ে গেছে। ৫ বছরের শিশু কন্যা এখনো বুঝে না পিতা হারানোর ব্যথা।টিপুর বড় ভাই গোলাম রসুল বাদশা জানান, কক্সবাজার থেকে মোবাইলের মাধ্যমে তার ভাইয়ের নিহতের খবর পায়। রাতেই পরিবারের সদস্যরা তার ভাইয়ে মরদেহ আনার জন্য রওনা দিয়েছে। তবে স্থানীয় প্রতিপক্ষ সন্ত্রাসী ভাড়া করে টিপুকে হত্যা করেছে বলে রসুল জানান।এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতর বড় ভাই গোলাম রসুল বাদশা। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালুসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫।র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ইফতেখারকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে রাত ১২টার পর আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার সকালে কক্সবাজারে আসেন বলেও জানান এই অধিনায়ক।উল্লেখ, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে কেসিসির সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। হোটেলের অতিথি লিপিবদ্ধ বই এ দেখা গেছে আটক ইফতেখার ও নিহত গোলাম রব্বানী টিপুর সাথে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন। বর্তমানে ওই নারী পলাতক বলে জানান র্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন।