পীরগাছায় দুস্থদের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল।এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, নাজির হোসেন, রহিম উদ্দিন ভরসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি তোজাম্মেল হক মুন্সী, সাধারণ সম্পাদক সৈয়দ আলী, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসন গরিব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। পরে স্বপ্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বুদার বিলে বৃক্ষরোপণসহ সংশ্লিষ্ট কাজ পরিদর্শন করেন।