• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

গ্রামের মানুষ আজ শহরের সেবা পাচ্ছে: হুইপ কমল

রামু (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার প্রতিটি গ্রাম এখন শহরে উন্নীত হয়েছে। গ্রামের মানুষ আজ শহরের সেবা পাচ্ছেন।৩০ এপ্রিল মঙ্গলবার সকালে কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সড়ক উদ্বোধন, রামুর ঐতিহ্যবাহী ফকিরা বাজারের উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পৃথক পথসভায় এ কথা বলেন।হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, এলাকার উন্নয়নে উপজেলা পরিষদের অগ্রণী ভূমিকা রয়েছে। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্বাচনে সৎ, জনবান্ধব ব্যক্তিকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। সৎ ব্যক্তিরা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হয়। শেখ হাসিনার সরকার উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন।মঙ্গলবার বেলা ১২টায় সংসদ সদস্য রামু ফকিরা বাজার এলাকায় পৌঁছলে বাজার কমিটি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। পরে তিনি এলজিইডির বাস্তবায়নে ৫২ লাখ টাকা রামু ফকিরা বাজারের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।এরপর হুইপ কমল হেঁটে হেঁটে বাজারে আগত সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। পরে জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সরওয়ার কমল এমপি প্রায় দুই কোটি টাকা ব্যয়ে রামু কলেজ-চালাইন্যাপাড়া সড়কের কার্পেটিং দ্বারা উন্নয়নের উদ্বোধন করেন।এ সময় কক্সবাজার জেলা পরিষদের সদস্য ফরিদুল আলম, রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রামু ফকিরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন।