পতিত স্বৈরাচার ক্ষমতায় আসতে নানা ষড়যন্ত্র করছে: জামায়াত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় আসার জন্য নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। নানাভাবে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।৬ জানুয়ারি সোমবার রাতে রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াতে ইসলামীর আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে। এ দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে ক্ষমতায় আনার জন্য নয়। বরং ডাস্টবিনে ফেলার জন্য। তাই তাদের বিদায়টা মোটেই সম্মানজনক হয়নি। ইতিহাসে দেখা যায়, যারা এভাবে বিদায় নিয়েছে তারা আর কখনোই দৃশ্যপটে ফিরে আসতে পারেনি।জামায়াতের আমির বলেন, ছাত্র আন্দোলনের দাবি ছিল খুবই যৌক্তিক। কিন্তু তারা (আওয়ামী লীগ) অতি ছোট দাবিকে উপেক্ষা করতেই হাজার হাজার মানুষ খুন করে নির্মম পাশবিকতার পরিচয় দিয়েছে। যাঁরা অতীতে ক্ষমতায় ছিলেন, তাদের প্রতি ডা. শফিকুর রহমান বলেন, নিজেদের অতীতের দিকে তাকান।থানা আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির আব্দুর রহমান মূসা ও মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মিরপুরের এই মাটিতে শহিদ মীর কাসেম আলী ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ইনসাফ ও কল্যাণমূলক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁকে বিচারের নামে হত্যা করেছে।