• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০২:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০২:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজশাহীতে মাছের পোনা অবমুক্তকরণ

রাজশাহী প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছ উৎপাদনে এই দেশ বিশ্বের দরবারে বেশ সুনাম রয়েছে। সম্প্রতি দেশের বেশিরভাগ জেলায় ও উপজেলায় বৃষ্টি হয়েছে। যার কারণে অনেক ডোবা নালাসহ স্থানীয় পুকুরগুলো পানিতে টইটুম্বর। মাছের পোন অবমুক্ত করার প্রকৃত সময়। মাছ চাষে সমৃদ্ধ হলে মৎস্য চাষীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মূল্য অর্জন করতে পারবে বলে জানান, মৎস্য কর্মকর্তাবৃন্দ।৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রাজশাহী চারঘাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয় মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেন। ইউএনও সাইদা খানমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল ওয়াহেদ মন্ডল।এসময় আরও উপস্থিত ছিলেন ড. মোতলেব হোসেন উপ-পরিচালক (ফিল্ড সার্ভিস) মৎস্য ভবন ঢাকা, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাগাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা এনায়েত কবির, প্রকৌশলী রঞ্জন কুমার সরকার ডিজিএম নাটোর পল্লি বিদ্যুৎ সমীতি-২।সিনিয়র মৎস্য কর্মকর্তার সঞ্চালনায় উপজেলা পুকুর, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির পুকুরসহ ৭টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। বিভিন্ন জাতের ২৯৪.১২ কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ। ওই সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।