খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত
খুলনা ব্যুরো: খুলনার বয়রায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে।১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বয়রা পূজাখোলা এলাকায় লেপ-তোশক তৈরির একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পাশের এলপি গ্যাস বিক্রির দোকানসহ ৪-৫টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে লেপ-তোশক তৈরির দোকান, এলপি গ্যাস, জ্বালানি কাঠ বিক্রির দোকানসহ ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে ১টার দিকে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।