• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৪৪:৫৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৪৪:৫৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়া-কাপ্তাইয়ের খ্রিষ্টান পল্লিতে বড় দিনের আমেজ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন পালন উপলক্ষ্যে সারা দেশের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী কাপ্তাইয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উপজেলা দুটিতে দিনব্যাপী পালিত হবে খ্রিষ্টান সম্প্রদায়ের এ বড় দিন।উৎসবকে ঘিরে খ্রিষ্টান পল্লির গির্জা, বাড়ি-ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে। রাঙ্গুনিয়ার একমাত্র গির্জা কুষ্ঠাশ্রম ব্যাপ্টিস্ট চার্চ ও পার্শ্ববর্তী কাপ্তাইয়ের একমাত্র গির্জা চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ বিশেষভাবে সাজানো হয়েছে। চন্দ্রঘোনা বনগ্রাম জুমপাড়া ও কাপ্তাইয়ের মিশন এলাকার শতাধিক খ্রিষ্টান সম্প্রদায় পরিবারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন জানান, বড়দিনের আয়োজনের মধ্যে থাকবে কেক কাটা, যীশুর জন্মস্থান প্রতীকী গোয়াল ঘর তৈরি করে আরাধনা, ক্রিসমাস ট্রি সাজানো, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন, প্রীতিভোজ ও আত্মীয়-স্বজনদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়।এছাড়া, দুই উপজেলার সীমান্তবর্তী শতবর্ষী খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা বিশেষভাবে সাজানো হয়েছে। জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং বলেন, ধর্মীয় ও সামাজিকভাবে বড় দিন উদ্‌যাপন করতে গির্জাগুলোতে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গির্জাগুলোতে ব্যাপক পরিসরে আয়োজন থাকবে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, খ্রিষ্ট ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি অত্যন্ত আনন্দের সাথে ও চমৎকারভাবে অনুষ্ঠানটি বর্ণিল আয়োজনে সম্পন্ন হবে।