• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩১:৩৮ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩১:৩৮ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ধর্ষণের অভিযোগে ধর্ষকের বাড়িতে আগুন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।  ১০ এপ্রিল বৃহস্পতিবার রাতে এই আগুনের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টার আগুনে সম্পূর্ণ বাড়িটি পুড়ে ছাই হয়ে যাই।এর আগে গত ৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে কিশোরীকে ধর্ষণ করা হয়।এ ঘটনায় ৯ এপ্রিল বুধবার কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।পরে ১০ এপ্রিল রাতে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালকে কুমিল্লায় তার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।জানা যায়, ওই কিশোরী স্থানীয় একটি মহিলা মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটিতে মাদরাসা বন্ধ থাকায় সে বাড়িতে অবস্থান করছিল। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি আম গাছ থেকে আম পেড়ে আনতে গেলে প্রতিবেশী নারায়ণ চন্দ্র পাল কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চাচী গিয়ে দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ভুক্তভোগীর বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।